বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান

গ্রেফতারকৃত সকল হেফাজত নেতাকর্মীদের দ্রুত নিঃশর্ত মুক্তি দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও সেক্রেটারী মাওলানা মামুনুল হক সহ গ্রেফতারকৃত সকল হেফাজত নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা মহানগর হেফাজতের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, সরকার দেশে লকডাউন দিয়ে আলেম-উলামাদের হয়রানী করার নীলনকশা তৈরি করেছে। লকডাউনকে হাতিয়ার বানিয়ে গ্রেফতার আর হয়রানীতে মত্ত সরকার। এই গ্রেফতার তামাশা বন্ধ করুন। আমরা অনতিবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যেই হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারী মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, কেন্দ্রীয় সহ-প্রচার ও ঢাকা মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ উল্লাহ, ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা বশীরুল্লাহসহ সারাদেশে কয়েকশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আমরা গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, আমরা শুনতে পাচ্ছি, গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে রিমান্ডে দিয়ে নির্যাতন করা হচ্ছে। রিমান্ডে নিয়ে নেতৃবৃন্দকে নির্যাতন হেফাজতে ইসলাম মেনে নিবে না। হেফাজতের ধর্মীয় নেতৃবৃন্দকে পবিত্র রমজান মাসে ইবাদতের মাসে যথাযথ ইবাদত-বন্দেগী করার সুযোগ করে দিতে হবে।

বিবৃতিদাতারা হলেন, সহ-সভাপতি মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা নাজমুল হাসান, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা জসীমউদ্দীন, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা শিব্বির আহমদ, মুফতি মহিউদ্দিন মাসুম, সহ-সাধারণ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, মুফতি জাবের কাসেমী, মাওলানা আজিজুল হক, মাওলানা আব্দুর রহমান খান, মাওলানা আবু তাহের খান, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মুহাম্মদ আজহার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা জুবায়ের, মাওলানা আজিজুর রহমান হেলাল, সাইফুদ্দিন আহমেদ খন্দকার, প্রচার সম্পাদক মুফতি আবদুল মুমিন, অর্থ সম্পাদক মাওলানা মুফতি জাকির হোসাইন কাসেমী, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব, দপ্তর সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর মুস্তাফিজুর রহমান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ