বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

মধ্যরাতে মোহাম্মদপুর থেকে মাওলানা আতাউল্লাহ আমীন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) আনুমানিক রাত ১২টা ৫৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া থেকে তাকে র‍্যাব তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার-সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

এছাড়াও র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মাওলানা আতাউল্লাহ আমীনের বিরুদ্ধে ২০১৩ সালের মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে।

এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, ‘বাসাবো থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে খবর আছে আমাদের কাছে।

এদিকে মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতি সাখাওয়াত হোসাইন রাজিসহ গত কয়েক দিনে হেফাজতের ১৬ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ