শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আরবি শব্দের বাংলা প্রতিবর্ণায়ন নির্দেশিকা করতে ইফাবাকে তাগিদ ভারতীয় মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে : মুহিব খান ‘আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো’ একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

ভারতের প্রসিদ্ধ আলেম মাওলানা ওয়াহিদুদ্দিন খান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

ভারতের প্রসিদ্ধ আলেম মাওলানা ওয়াহিদুদ্দিন খান ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) তিনি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম হাম দোস্ত-এর অনলাইন ভার্সন। মাওলানা ওয়াহিদুদ্দিন খানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও তার ইন্তেকালের খবর নিশ্চিত করা হয়েছে।

বুধবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বলে সূত্র নিশ্চিত করেছে।

হাম দোস্ত-এর অনলাইনে বলা হয়েছে, কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা ওয়াহিদুদ্দিন খানের ছেলে এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তাঁর পিতা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাকে ১২ এপ্রিল হাসপাতালে ভর্তি করানো হয়।

মৃত্যুকালে মাওলানা ওয়াহিদুদ্দিন খানের বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ১৯২৫ সালের ১ জানুয়ারি ভারতের উত্তরপ্রদেশের আজমগড় এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক ছিলেন।

বড় ছেলে জাফারুল ইসলাম খান দিল্লিভিত্তিক মিল্লি গেজেট পত্রিকার সম্পাদক। তিনি দিল্লির মাইনরিটি কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন। ছোট ছেলে সানিইয়াসনাইন খান ভারতের টেলিভিশন উপস্থাপক ও শিশু সাহিত্যিক।

দিল্লি থেকে প্রকাশিত মাসিক রিসালা পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। বাংলা ভাষায় তার বেশ কিছু বই অনুবাদ হয়েছে। মূলধারার আলেমদের সাথে তার লেখা-চিন্তায় বেশ কিছু আপত্তি রয়েছে। লেখালেখির পাশাপাশি বিষয়ভিত্তিক আলোচনার জন্যও তিনি ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে জনপ্রিয় ছিলেন।

মাওলানা ওয়াহিদুদ্দিন খান ২০০০ সালের জানুয়ারিতে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ, মাদার তেরেসা জাতীয় নাগরিক পুরস্কার এবং রাজিব গান্ধী জাতীয় পুরস্কার (২০০৯) লাভ করেন। তাকে আবুধাবিতে সাঈদীনা ইমাম আল হাসান ইবনে আলী শান্তি পুরস্কার (২০১৫) প্রদান করা হয়।

মাওলানা ওয়াহিদুদ্দিন খানের পরিবারে পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

সূত্র: ডেইলি পাকিস্তান, হাম দোস্ত

এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ