শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আরবি শব্দের বাংলা প্রতিবর্ণায়ন নির্দেশিকা করতে ইফাবাকে তাগিদ ভারতীয় মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে : মুহিব খান ‘আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো’ একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

আমরা গোমূত্র খেয়ে ভালো থাকি, গাধারা এসব বুঝবে না: দিলীপ ঘোষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ‘গরুর দুধে সোনা’ মন্তব্য নিয়ে কম ঠাট্টা-তামাশা হয়নি। সম্প্রতি সিপিআই নেতা মুহাম্মদ সেলিমও এ প্রসঙ্গ উল্লেখ্য করে বিঁধেছিলেন তাকে। এবার সেসব বিদ্রুপের পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ। বললেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। গাধারা গরুর কথা বুঝবে না!’ পাশাপাশি, এদিন ফের দৃঢ়কণ্ঠে দিলীপবাবু বললেন, গোমূত্র খেয়েই তারা সুস্থ থাকবেন।

প্রতিদিনই প্রাতঃভ্রমণে বের হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর কোনোদিন চায়ে পে চর্চা তো কোনোদিন অন্যকোনো কর্মসূচিতে যোগ দেন তিনি। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। এদিন মর্নিংওয়াক সেরে দলীয় কর্মীদের সাথে দেখা করেন দিলীপবাবু। সবাইকে পরামর্শ দেন গোলমরিচ, তুলসীপাতা, মধু দিয়ে ভালো করে নাড়া বানানোর। বলেন, ‘আয়ুর্বেদ ছাড়া করোনাকে রোখা যাবে না। আমি মা-বোনদের বলছি, বাড়ির কেউ যদি ওই নাড়া না খেতে চায় তাকে দুপুরে ভাত দেবেন না।’

কিঞ্চিত মজার সুরেই জানান যে তিনি নিয়মিত প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদেরও আদা, কাঁচা হলুদ দেন। কেউ খেতে না চাইলে ‘বাইট দেব না’, এই হুমকি দিয়ে তাদের তা খেতে বাধ্য করান।

এরপরই গোমূত্র প্রসঙ্গে বলেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। আমরা গরুর দুধ, গোমূত্র খাই, তাই ভালো থাকি। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!’

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার দলবলকে কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেন, ‘তোমরা বোতলের মদ খাও, আমরা গোমূত্র খেয়ে ভালো থাকব।’

দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বিজেপিশাসিত রাজ্যগুলোর করোনা পরিস্থিতি উল্লেখ করে বিঁধেছেন বিজেপি সাংসদকে।

সূত্র: সংবাদ প্রতিদিন

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ