শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আরবি শব্দের বাংলা প্রতিবর্ণায়ন নির্দেশিকা করতে ইফাবাকে তাগিদ ভারতীয় মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে : মুহিব খান ‘আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো’ একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

সিলিন্ডার বিস্ফোরণে নেত্রকোনায় ৩ কৃষকের বসতঘর পুড়ে ছাই, নারী দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আরও দুই কৃষকের বসতঘর ক্ষয়ক্ষতি হয়েছে।

বিস্ফোরণে শিরিন আক্তার (৪০) নামের এক নারী দগ্ধ হয়েছেন। তাকে প্রথমে মদন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যার পর মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মদন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, বাস্তা গ্রামের কৃষক ছহিম উদ্দিনের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পাশের কৃষক নুরুল ইসলামের বসতঘরেও পুড়ে ছাই হয়ে যায়। এসময় আরও তিন কৃষকের বসতঘরের ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পাঁচ কৃষকের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে তিয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখর উদ্দিন আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ছহিম উদ্দিন ও নুরুল ইসলামকে ২ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন।

মদন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ৭-৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ