বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নকল ওষুধের কারখানায় ডিবির অভিযান, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী নগরীতে নকল ওষুধের একটি কারখানায় অভিযান চালিয়ে আনিস নামে এক জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে আনিসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্রমতে, আসিন দীর্ঘদিন থেকে নিজ বাড়িতে ওষুধ তৈরির কারখানা বসিয়ে দেশের সনামধন্য কম্পানিগুলোর অধিক ব্যবহৃত ওষুধগুলোর নকল তৈরি করছিলেন। তিনি স্কয়ার, নাভানা, রিলায়েন্স এবং এসবি ল্যবরেটরিজের মতো কম্পানির এন্টিবায়োটিক, এ্যসিডিটি (সেকলো) তৈরি করতেন। এসব ওষুধ তৈরির জন্য তিনি নিজ বাড়িতে ওষুধ তৈরির মেশিন বসিয়েছেন। আর এসব কাজে তাকে সহায়তা করে আসছিলেন তার স্ত্রী, সন্তানসহ নিকট আত্মীয়রা। আনিস এর আগে ঢাকার একটি কম্পানিতে কাজ করতেন।

এদিকে আনিসের ওষুধের এই অবৈধ ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় ৪ জন সাংবাদিকসহ একটি থানা ও ফাঁড়ির পুলিশকে অর্থ প্রদান করতেন। প্রতিমাসে মাসোহারা হিসেবে তিনি পুলিশ ও সাংবাদিককে প্রায় ষাট হাজার টাকা পরিশোধ করতেন।

ডিবির এসি রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আনিসের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে বিপুল সংখ্যক নকল ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল এবং যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

আনিসের কাছ থেকে সাংবাদিক ও পুলিশের মাসোহারা আদায়ের বিষয়ে ডিবির এই কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা কতটুকু তা দেখতে হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ