সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

মানিকনগর মাদরাসায় মাওলানা জাফর আহমদের স্মরণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর জামিয়া ইসলামিয়া জহিরউদ্দিন আহমদ মানিকনগর মাদরাসার শায়খুল হাদীস আল্লামা জাফর আহমদ রহমাতুল্লাহি আলাইহির মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৪ এপ্রিল) শনিবার বাদ আছর মাদ্রাসা মিলনায়তনে এ ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম মুফতী যোবায়ের আহমদ।

মাদরাসার শিক্ষক মাওলানা আরাফাত হোসাইনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল আমীন ফরিদী, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুবসহ মাদরাসার অন্যান্য আসাতিযায়ে কেরাম ও ছাত্রবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আল্লামা জাফর আহমদ রহ. ছিলেন দীনের অতন্দ্র প্রহরী। সারাজীবন হাদীসের উপর খেদমত করে গেছেন তিনি। মানিকনগর মাদরাসার পাশাপাশি চাঁদপুরের মহামায়া মাদরাসারও তিনি শায়খুল হাদিস ছিলেন। প্রখ্যাত এ আলেম এর বিদায়ে আমরা একজন নিবেদিতপ্রাণ শায়খুল হাদিসকে হারালাম। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।

উল্লেখ্য, আল্লামা জাফর আহমদ রহ. গত বুধবার (৭ এপ্রিল) সকাল ৯ টায় চাঁদপুর শাহরাস্তির নিজ বাড়িতে ইন্তেকাল করেন।তিনি নূরানী তালিমুল কুরআন বোর্ডের প্রধান মুফতি ও শায়খুল কোরআন ক্বারী বেলায়েত রহমতুল্লাহি আলাইহির ভাগিনা ও দীর্ঘদিনের সহযোদ্ধা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ