বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল ‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’ আস-সুন্নাহয় সাবলম্বী খোকন মিয়া জাকাতদাতা হয়ে উঠতে চান মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস

গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন দোকান মালিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণপরিবহন চালুর দাবি করেছেন দোকান মালিকরা। তাদের দাবি গণপরিবহন না খোলায় ক্রেতারা মার্কেটে আসতে পারছেন না। আবার কঠোর বিধিনিষেধের সময়সীমা এক সপ্তাহ বৃদ্ধি করায় হতাশা ব্যক্ত করেন তারা।

রবিবার সারাদেশে দোকান, শপিং মল খুলে দেওয়া হয়। মন্ত্রীপরিষদের ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, 'বেচাকেনা নাই’। ' দোকান খোলা রাখার সময় বাড়ানোয় খানিকটা স্বস্তি জানিয়ে এ ব্যবসায়ী নেতা বিধিনিষেধের সময় সময় বাড়ানোয় খানিকটা হতাশা জানান।

ইসলামপুরে একরাম উদ্দীন প্লাজার এক বিক্রেতা নাদীম শিকদার বলেন, শুনলাম লকডাউন নাকি আবার বাড়িয়ে দেবে। তাইলে সরকার কেন শুধু শুধু দোকান খুলতে দিল। ক্রেতারা গণপরিবহন না পেলে আমাদের এখানে কীভাবে মাল কিনতে আসবে। সরকারে উচিত গণপিরবহন চালু করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা।

সিদ্দিকবাজার, গুলিস্তান, ফুলবাড়িয়া, বঙ্গবাজার ক্ষুদ্র গার্মেন্টস সংগঠনের এ নেতা বলেন, 'ঢাকার আশপাশের লোকজন ঢাকায় ঢুকতে পারে না। আমরা মাতুয়াইল থেইকা সিনজি কইরা আয়া গুলিস্তান নামতেছি, তাও দাঁড়ায় থাকতে হয় পাওয়া যায় না।'

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার জনসমাগম এড়াতে প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে। পরে এ নিষেধাজ্ঞা আরো বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। তবে সে সময় সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানা, গণপরিবহন চালু ছিল।

এরপর ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সব ধরনের অফিস ও পরিবহন বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। উৎপাদনমুখী শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি মেনে কাজ চালানোর অনুমতি দেওয়া হয়। বিধিনিষেধের মধ্যে ব্যাংকে লেনদেন করা যাচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সতর্কতার অংশ হিসেবে সীমিত জনবল দিয়ে বিভিন্ন শাখা চালু রেখেছে ব্যাংকগুলো।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ