বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬


করোনার টিকা কিনতে ৮ হাজার কোটি টাকা দিবে এডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা কিনতে ঋণ ও অনুদান মিলে ৮ হাজার ৮৪ কোটি টাকা দিবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। টিকা কার্যক্রম জোরদার হলে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানানো হয়। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে করোনার সংকট মোকাবেলায় ইতোমধ্যেই এডিবি ৬৫ কোটি ডলার ঋণ এবং ৭ দশমিক ২৩ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। দুই কর্মসূচির আওতায় আরো ৫০ কোটি ডলার দেবে এডিবি। এই ঋণ অনুমোদন প্রক্রিয়াধীন।

এতে আরও বলা হয়, এ ছাড়া টিকা কর্মসূচির জন্য ৯৪ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। ২০২১ থেকে ২০২৩ অর্থবছরে নানা প্রকল্পে ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার ঋণ সহায়তাও দেবে এডিবি।

অন্যদিকে, প্রতিবেদনে প্রাক্কলন করা হয়েছে যে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ