বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬


ভেজাল জুস-লাচ্ছি তৈরি, কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি কারখানায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরির দায়ে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘জি বি হলিস্টিক ফুডস অ্যান্ড বেভারেজ’ নামের ওই কারখানার মালিক জাকির হোসেন মোবারককে (৫৫) এই জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, “বিজেশ্বর গ্রামে ‘জি বি হলিস্টিক ফুডস অ্যান্ড বেভারেজ’ নামের একটি কারখানায় অবৈধভাবে চার ধরনের ভেজাল জুস ও লাচ্ছি তৈরি করা হচ্ছিল। জুস ও লাচ্ছি তৈরির ক্ষেত্রে তাদের বিএসটিআইয়ের কোনো ধরনের অনুমতি ছিল না। এ ছাড়া ওই কোম্পানিতে কোনো কেমিস্ট নেই। তারা যেসব মেটারিয়াল ব্যবহার করছে, তা মানবদেহের জন্যে ক্ষতিকারক। তাই অভিযান চালিয়ে কারখানার মালিক জাকির হোসেন মোবারককে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়া ওই কারখানা সিলগালা করা হয়।’

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসানসহ সদর থানা পুলিশের সদস্যেরা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ