মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


প্রবল ঝড়ো হাওয়ায় চীনে ১১ জনের মুত্যু; আহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের সাংহাই নগরীর কাছে এক ভয়ংকর ঝড়ের কবলে সেখানে অন্তত ১১ জনের মুত্যু এবং শতাধিক লোক আহত হয়েছে। চীনা কর্তৃপক্ষ শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রবল বাতাসে একটি মাছধরা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ২ জন উদ্ধারের পরে আরো ৯ জন নিখোঁজ রয়েছে। ইয়াংজি নদীর উত্তর তীরে ৮০ লাখ অধিবাসীর নানটং শহরে প্রবল বাতাসের সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি আঘাত হানে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে কিংবা ঝড়ে উড়িয়ে নিয়ে নদীতে ফেলায় এসব লোকের মৃত্যু হয়েছে।
তারা জানান, এতে ১০২ জন আহত হয়েছে এবং অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে, ৩০০০ লোককে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। সূত্র-বাসস

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ