বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬


পশ্চিমবঙ্গে পীর আব্বাস সিদ্দিকীর দল পেলো ১ আসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ১ আসনে (এ রিপোর্ট লেখা পর্যন্ত) জয় পেয়েছে পীর আব্বাস সিদ্দিকী ভাইজানের দল ইন্ডিয়ান সেক্যুলার পার্টি (আইএসএফ)। আজ রোববার (২ মে) বিকাল ৪ টা ২৪ মিনিটের ভারতের আন্দবাজার পত্রিকা এ সংবাদ জানিয়েছে।

জানা যায়, ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী ২৬ হাজার ৩৭৬ ভোটে জয়লাভ করেছে।

এদিকে ভারতের নন্দীগ্রাম আসনে শুরু থেকে ভোট গণনায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে থাকলেও একাদশ রাউন্ডের শেষে এই প্রার্থীকে ৩ হাজার ৩২৭ ভোটে পেছনে ফেলে এগিয়ে গেলেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার (২ মে) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছ এ তথ্য। প্রতিবেদনে জানা গেছে, সার্ভারে সমস্যা হওয়ায় ফল ঘোষণায় দেরি হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ভোট গণনায় সামগ্রিকভাবে তৃণমূল। এদিন দুপুর ২টা পর্যন্ত ২০৭ আসনে এগিয়ে রয়েছে মমতার দল। এদিকে প্রতিদ্বন্দ্বী বিজেপি ৮১ আসনে এগিয়ে। সংযুক্ত মোর্চা দুটিতে এবং বাকী দুই আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ