বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

সৌদিতে কাজে যোগ দিতে টিকা বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কর্মস্থলে যোগ দিতে সবার করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে সৌদি আরব।

গতকাল শুক্রবার দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করেছে।

মন্ত্রণালয়ের টুইটারে বলা হয়েছে, ‘সব খাতের (সরকারি, বেসরকারি, দাতব্য) কর্মস্থলে যোগ দেওয়ার ক্ষেত্রে নারী ও পুরুষ সবার জন্য করোনাভাইরাসের টিকা গ্রহণ হবে বাধ্যতামূলক শর্ত।’

নিয়োগ কর্তৃপক্ষকে চাকরিরত সবার টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আরও বলা হয়েছে, ‘মন্ত্রণালয় শিগগিরই এই সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নের সময়সীমার প্রক্রিয়া স্পষ্ট করে জানাবে।’

এদিকে করোনায় সৌদি আরবে শুক্রবার আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৭ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে। আরও ১ হাজার ৩৯ জন নতুন রোগী শনাক্তে মোট সংক্রমণ ৪ লাখ ২৪ হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। সূত্র: আরব নিউজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ