মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ওয়াকফ আইনের বিরুদ্ধে দিল্লিতে বিশাল প্রতিবাদ মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের হেফাজতের সমালোচনাকারীদের প্রতি অনুরোধ নারী সংস্কার কমিশন সরকারকে জনসমর্থনহীন করে দেবে: ইসলামী আন্দোলন অবহেলিত ও অনালোচিত ইবাদত ওয়াকফ, আসুন এর প্রতি যত্নবান হই হেফাজতের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়ায়েজিনদের প্রস্তুতি সভা  নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে কায়রোতে ইসরায়েল-হামাস আলোচনা বাজারে নজর বাড়াতে বাণিজ্য উপদেষ্টার প্রতি আহ্বান পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

অক্সিজেনের অভাবে ভারতে ৪ দিনে ৭৫ রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফের অক্সিজেনের অভাবে মৃত্যু ভারতের গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে। আজ শুক্রবার সকালে অক্সিজেনের অভাবে সেখানে ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ১৫। তার আগের দিন অক্সিজেনের অভাবে মারা যায় ২১ জন। মঙ্গলবার ২৬ জনের মৃত্য হয়।

সব মিলিয়ে গত চার দিনে ওই হাসপাতালে ৭৫ জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। এটি রাজ্যের সবচেয়ে বড় কোভিড স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত দাবি করেছিলেন যে, অক্সিজেনের কোনো অভাব নেই রাজ্যে। বিষয়টি লঘু করে দেখাতে চেয়ে তিনি বলেন, হয়তো অক্সিজেন পাওয়া আর তার সরবরাহের মধ্যে সময়ের ব্যবধানের জন্য এমন কিছু হয়ে থাকতে পারে।

এদিকে, এই ঘটনার তদন্তে রস্বার্থে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার। তিন দিনের মধ্যে সেই কমিটিকে রিপোর্ট পেশ করতে হবে। তবে তার আগে মৃত্যু মিছিল অব্যাহত গোয়ার এই হাসপাতালে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া হিসেব অনুযায়ী, গোয়ার পজিটিভিটি হার ৪৮.১ শতাংশ। গোটা দেশে গোয়াতেই পজিটিভিটি হার সবচেয়ে বেশি। সেরাজ্যে গড়ে প্রত্যেক সেকেন্ডে একটা রিপোর্টের ফল পজিটিভ হচ্ছে। এরই মধ্যে গোয়ার মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা সংক্রামিত রোগীতে ভরে গেছে। নতুন কোনো রোগী ভর্তির জায়গা নেই, সম্প্রতি যারা ভর্তি হয়েছেন, তারাও মাটিতে রয়েছেন। এর মাঝে অক্সিজেনের অভাবে এভাবে রোগী মৃত্যু ভাবিয়ে তুলেছে সবাইকে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ