মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


যশোরে ভারতফেরত নারীর করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত আরও এক নারীর (৫০) শরীরের করোনা শনাক্ত হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৮ মে ভারত থেকে বাংলাদেশে আসেন ওই নারী। এরপর তাকে যশোর শহরের ম্যাগপাই হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। ২০ মে ওই নারীসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়।

রনি বলেন, আজকে (শুক্রবার) পাওয়া পিসিআর টেস্টের ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে। এজন্য তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৬ এপ্রিল থেকে আজ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ