মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


লামায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী এলাকায় কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের ঘর থেকে তার স্ত্রী সন্তানসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে নুর মোহাম্মদের ঘরের সবদিক বন্ধ থাকায় স্থানীয়দের কৌতুহল হয়।

পরে কয়েকজন গিয়ে পিছনের জানালা দিয়ে ঘরের ভিতর উঁকি দিয়ে দুই ঘরে তিনজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি লামা থানা পুলিশকে জানানো হলে সন্ধ্যা ৭টায় পুলিশ এসে ঘরের ভিতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং ঘরটি ঘিরে রেখে তদন্ত কার্যক্রম শুরু করে।

নিহতরা হলেন- নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), মেয়ে রাফি (১৩) ও নুরি (১০ মাস)।

লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাম্পাতলী এলাকায় কমিশনার বশির আহম্মেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ এসেছে তারা মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ