বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আজ রাতেই আ.লীগের বিষয়ে ফয়সালা হবে:নাহিদ ইসলাম আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা

পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ বাদ: জমিয়তের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশী পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ দুটি এই মুহূর্তে বাদ দেওয়া প্রকারান্তরে মজলুম ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নেওয়ার শামিল বলে প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (২৪ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা রশিদ ওয়াক্কাস, মুফতি রেজাউল করিম, মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মাওলানা আবু বকর সরকার, মাওলানা সুহাইল আহমদ ও ছাত্রনেতা নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ আরও বলেন, সারা বিশ্বের মুসলিম মজলুম ফিলিস্তিনিদের পাশে আছে। বাংলাদেশের সরকার ও জনগণ ফিলিস্তিনিদের পাশে আছে। এই মুহূর্তে পাসপোর্টকে আন্তর্জাতিক মান করার অজুহাতে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ দুটি বাদ দেওয়ায় বাংলাদেশের মুসলিম সমাজ আঘাত পেয়েছে।

নেতৃবৃন্দ আগের সিদ্ধান্ত অনুযায়ী পাসপোর্ট ইস্যু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি মজলুম ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ