আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমীকে ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (২৬ মে) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার রিমান্ডের এই আদেশ দেন।
গত ২২ মে একই আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ফের সাত দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই আবেদনের শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।
গত ২১ মে সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি।
-এটি