আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন ঘাঁটিতে দুর্যোগ ব্যবস্থাপনা সেল গঠনের পাশাপাশি সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন এবং মানবিক সহায়তার জন্য বিভিন্ন ধরনের বিমান ও হেলিকপ্টার প্রস্তুত রেখেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মুহা. নূর ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় বলে সরকারি তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ইয়াস উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। বুধবার (২৬ মে) দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।
-এএ