সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

এক মাস পর সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা এক মাস হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা শেষে কেবিনে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শ্বাসকষ্ট অনুভব করায় গত ৩ মে থেকে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আজ বৃহস্পতিবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনকে সিসিইউ থেকে আবার কেবিনে স্থানান্তর করা হয়েছে।

দলীয় চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খানের মাধ্যমে জাহিদ হোসেন খুদেবার্তায় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন। সে সময় তিনি বাসায় চিকিৎসা নিয়েছেন। গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নন কোভিড কেবিনে ভর্তি করা হয়। এর ছয় দিন পর গত ৩ মে থেকে শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় বিএনপির চেয়ারপারসনকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।

টানা এক মাস সিসিইউতে ছিলেন খালেদা জিয়া। এ সময়ের মধ্যে খালেদা জিয়ার বুকে ব্যথা, কিডনি জটিলতা, হার্টের সমস্যা, জ্বরের মতো বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়।

বিএনপি চেয়ারপারসনের একজন ব্যক্তিগত চিকিৎসক বলেন, খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যের উন্নতির বিষয়টি নিশ্চিত হলেই কেবল হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। তবে এই চিকিৎসক বলেন, করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। তবে এখন কিছুটা ভালো আছেন। তাঁর ফুসফুস থেকে ফ্লুইড (তরলজাতীয় পদার্থ) বের হচ্ছিল। এখন আর সেটা নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ