রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬


মহেশখালীতে পাহাড় ধ্বসে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ ৭ নং ওয়ার্ড় পূর্ব অফিস পাড়া গ্রামে পাহাড় ধ্বসে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা যায়, শিশুটি কালারমারছড়া ইউনিয়নের পূর্ব অফিস পাড়া গ্রামের মুহা. শাহজাহানের মেয়ে জাইয়েন সুলতানা সুমাইয়া। তার বয়স সাড়ে ৩ বছর। এক ভাই ও এক বোনের মধ্যে সুমাইয়া দ্বিতীয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সুমাইয়া আসরের পরে উঠানে খেলছিল। খেলতে খেলতে সবার অগোচরে পাহাড়ের পাশে চলে যায়, সন্ধ্যার পরেও ঘরে ফিরছে না দেখে; তার মা তাকে খুঁজতে বের হয়। বাড়ির ৫০ গজ দূরে পাহাড়ের এক পাশ ধ্বসে গেছে। কোথায়ও খুঁজে না পেয়ে সবার মনে সন্দেহ জাগে। পরে সন্দেহজনক স্থানে মাটি খুঁড়ে মৃত অবস্থায় শিশু সুমাইয়াকে পাওয়া যায়।

বিষয়ট নিশ্চিত করেছেন কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। তিনি বলেন, সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পরিষদের পক্ষ থেকে জনসচেতনতা মূলক মাইকিং প্রচারণা করা হয়েছে। তিনি পাহাড়ে বসবাসরত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ