সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

হাটহাজারী মাদরাসার সাবেক মুঈনে মুহতামিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আল-জামিয়াতুল ইসলামিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক মুঈনে মহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ বুধবার (৯ জুন) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে চট্টগ্রামের ফটিকছড়ি থানার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। বিষয়টি রাজধানীর বসুন্ধরা মাদরাসার মুহতামিম মুফতি আরশাদ রহমানী আওয়ার ইসলামকে নিশ্চিত করে বলেন, আমার ভগ্নিপতি হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম আজ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

তিনি জানান, আগামীকাল সকাল ১০টায় ফটিকছড়ি তালিমুদ্দিন মাদরাসা ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম ৫ ছেলে ৪ মেয়ে ও স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম রহ. ফকিহুল মিল্লাত আল্লামা আব্দুর রহমান রহ. এর মেয়ের জামাতা ছিলেন। বর্তমানে তিনি ফটিকছড়ির তালীমুদ্দীন মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি কর্মজী হাটহাজারী মাদরাসার সাবেক নাজিমে তালীমাত, নাজিমে মালিয়াত ও সিনিয়র মুহাদ্দিস ছিলেন।

মুফতি আরশাদ রাহমানী নিজ ভগ্নিপতির মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ