বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


গাইবান্ধায় নদীতে ভেসে উঠলো মাদরাসা শিক্ষকের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে খাজা মিয়া (৪৯) নামের এক মাদরাসার শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) সকালে উপজেলার পলুপাড়া ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, খাজা মিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে । তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার খলসি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১০ জুন) সকাল থেকে নিখোঁজ ছিলেন মাদরাসা শিক্ষক খাজা মিয়া। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরদিন শুক্রবার সকালে পলুপাড়া ব্রিজের পাশে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ