শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাফত আন্দোলনের নতুন আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী পটিয়ার সাবেক সিনিয়র দুই উস্তাদের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

কারাবন্দী আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কারাবন্দী আলেম-উলামাদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছিলো বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখা।

মানববন্ধন পালনে প্রশাসনিক বাধাপ্রাপ্ত হয়ে মঙ্গলবার বাদ আসর দলীয় কার্যালয়ে এক তাৎক্ষনিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচি পালনে বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ সীমিত পরিসরের মানববন্ধন পালনে প্রশাসন বাধা দিয়ে আমাদের সাংবিধানিক অধিকার হরণ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। দেশের শান্তিপ্রিয় নিরপরাধ আলেম-উলামা ও বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও ভিন্নমত দমনে সরকার বেপরোয়া হয়ে গেছে।

‘আলেম-উলামা এবং ইসলামী নেতৃবৃন্দকে জেলেবন্দী করে অন্যায় ও জুলুম করা হচ্ছে। যা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। দেশের শান্তি-শৃঙ্খলায় আলেমদের ভূমিকা অপরিসীম। আলেমদের অন্যায়ভাবে নিপীড়ন দেশের জনগণ সহ্য করবে না। তাই সকল ইসলামী নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

শাখা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি ক্বারী মাওলানা উবায়দুর রহমান, মাওলানা আব্দুল খালিক,মহানগর সহ-সভাপতি মাওলানা সানা উল্লাহ, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক কাজী হফিজ জুনাইদ আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, জেলা নির্বাহী সদস্য মাওলানা কামরুজ্জামান খান,ওসমানী নগর উপজেলা সভাপতি মাওলানা জিয়া উদ্দিন,বালাগঞ্জ উপজেলা সহ-সভাপতি আমিরুল ইসলাম জিতু, গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা আফতাব উদ্দিন, বিশ্বনাথ উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদ আহমদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ