শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাফত আন্দোলনের নতুন আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী পটিয়ার সাবেক সিনিয়র দুই উস্তাদের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

মাওলানা রুহুল আমিন হাশেমীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়ার বিশিষ্ট আলেম মাওলানা রুহুল আমিন হাশেমী ইন্তেকাল করেছেন। বুধবার (১৬ জুন) বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা এবং ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি কুমিল্লা জেলার প্রখ্যাত আলেমে দ্বীন ও মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম রহ.-এর বড় সাহেবজাদা ছিলেন। তিনি নিজ এলাকায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

গতকাল বুধবার রাত ৯টায় বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। জানাজার নামাজে ইমামতি করেন দেশবরেণ্য আলেম মাওলানা মুফতি মুশতাকুন্নবী কাসেমী।

জানাজাপূর্ব সমাবেশে মরহুমের স্মৃতিচারণ করেন- জৈনপুরের পীর সাহেব মাওলানা আয়াজ আহমেদ সিদ্দিকী, ধামতীর পীর মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দিন আহমেদ, সমাজ সেবক মাওলানা আলী আশরাফ খান, দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন সরকার, চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মাদরাসায়ে আশরাফুল উলুম ময়নামতির মুহতামিম মাওলানা আনিসুর রহমান আশরাফী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সচিব ইঞ্জিনিয়ার আলী আকবর, ১৫ নং বরকামতা ইউনিয়নের চেয়ারম্যান মুহা. নুরুল ইসলাম, শিক্ষানুরাগী এ টি এম মুজিবুল হক বিএসসি, মরহুমের ছোট ভাই বিশিষ্ট চিকিৎসক ডা. মুহা. নূরুল্লাহ এবং মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী, মরহুমের একমাত্র ছেলে মুহা. মোতাসিম বিল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ