আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, করোনা মহামারির মধ্যেও যুদ্ধ, সহিংসতা, নির্যাতন ও মানবাধিকার লংঘনের ঘটনায় সারাবিশ্বে ৩০ লাখ মানুষ গৃহহীন হয়েছে। খবর বিবিসি'র।
ইউএনএইচসিআর বলছে, করোনার কারণে যদিও বিশ্বের বিভিন্ন দেশ সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে, তবুও অভিবাসন প্রত্যাশীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। বর্তমানে সারা বিশ্বে ৮২ লাখের বেশি মানুষ শরণার্থী এবং এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে ।
সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছেন, ‘করোনাকালে আফ্রিকার কয়েকটি দেশে সবচেয়ে বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে। ভাইরাসের চেয়েও যুদ্ধ আর জলবায়ু পরিবর্তন শরণার্থী বৃদ্ধির জন্য বেশি দায়ী বলে মনে করে জাতিসংঘ।’
সংস্থাটি আরও বলছে, গোটা মানবজাতির এক শতাংশ গৃহহীন। এছাড়া গেল দশ বছরে জোরপূর্বক ঘরছাড়া মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
-এএ