আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলাবামা অঙ্গরাজ্যের একটি মহাসড়কে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে গাড়িগুলো দুর্ঘটনা কবলিত হয়েছে। এতে নিহত হয়েছে নয় শিশুসহ মোট ১০ জন।
রোববার স্থানীয় বাটলার কাউন্টির করোনার ওয়েইনি গারলক এ তথ্য জানিয়েছেন।
গারলক জানান, স্থানীয় সময় শনিবার গ্রিনভিল শহরের পাশের একটি ব্যস্ত মহাসড়কে (৬৫ নম্বর ইন্টারসেকশন) অন্তত ১৫টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় তুমুল ঝড়বৃষ্টি হচ্ছিলো। তীব্র বাতাস আর তুমুল বৃষ্টির কবলে পড়ে মহাসড়কে গাড়িগুলো দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ দুর্ঘটনায় একটি গাড়িতে থাকা ২৯ বছর বয়সী একজন বাবা ও তার ৯ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ সময় অন্য একটি গাড়িতে থাকা আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও চার-পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরে কয়েক ঘণ্টার জন্য মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিলো। পরে মহাসড়কটি খুলে দেওয়া হয়েছে।
-এএ