আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। ৩ জুলাই (শনিবার) সকাল থেকে ৪ জুলাই (রোববার) সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয় জন করোনা আক্রান্ত হয়ে এবং ৫ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মুহা. মহিউদ্দিন খান জানান, করোনা পজেটিভ হয়ে ময়মনসিংহ সদরের ২জন, ঈশ্বরগঞ্জের ২জন, মুক্তাগাছা ও টাঙ্গাইলের ১জন করে মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদর, জামালপুর ও ত্রিশালের ১জন করে এবং গাজীপুরের ২জন মারা যান।
ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, এই মুহুর্তে করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২৭২জন।
-এএ