আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬৪ জন। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে নতুন করে ৯ হাজার ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু বেড়ে দাঁড়াল ১৫ হাজার ২২৯ জনে। এছাড়া দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনের।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন। একই সময়ে মোট টেস্ট করা হয়েছে ৩৪ হাজার ২ জনের। টেস্টের বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।
মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ৫৫ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪০, চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ১৬, বরিশালে ৯, সিলেটে ৮, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।
মৃতদের মধ্যে ১০৯ জন পুরুষ এবং ৫৫ জন নারী। তাদের মধ্যে ১৫ জন বাসায় মারা গেছেন। ১ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন।
এর আগে রবিবার দেশে করোনায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ৮ হাজার ৬৬১ জনের।
এনটি