রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


ইরাকে মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর গাড়ি বহরে তিনটি বোমা বিস্ফোরিত হয়েছে।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে গতকাল আল-আনবার প্রদেশের সাক্বলাভিয়া এলাকা পার হওয়ার সময় গ্লোবাল এন্টি-আইএস জোটের লজিস্টিকাল সাপোর্ট বহনকারী গাড়ি বহরে তিনটি বোমা বিস্ফোরণ হয়েছে। এর ফলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

এই নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে বোমাগুলির বিস্ফোরণের ফলে কনফয়টির একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর চালক আহত হয়েছে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র মতে, এই কাফেলা মার্কিন জোটের সরঞ্জামগুলি ইরাকি সামরিক বাহিনীর কাছে নিয়ে যাচ্ছিল।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে সাম্প্রতিক মাসগুলিতে ইরাক থেকে বিদেশী সেনা প্রত্যাহারের আহ্বানকারী সশস্ত্র দলগুলি মার্কিন জোটকে বারবার লক্ষ্যবস্তু করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ