রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


গুপ্তচরবৃত্তির দায়ে নিজেদের দুই সেনাকে গ্রেফতার করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ দুই ভারতীয় সেনাকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। ভারতীয় দণ্ডবিধি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের বিভিন্ন ধারা অনুসারে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। বুধবার (৭ জুলাই) এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই জন হচ্ছে সিপাহী হরপ্রীত সিং (২৩) এবং গুরভেজ সিং (২৩)। অমৃতসরের চেচা গ্রামের বাসিন্দা হরপ্রীত সিং অনন্তনাগে এবং গুরভেজ সিং কারগিলে কর্মরত ছিল।

মঙ্গলবার পাঞ্জাব পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ মে গ্রেফতার হওয়া রণভীর সিং-এর কাছ থেকে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন এবং বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কিত বেশ কিছু গোপন নথি পাওয়া গেছে।

পুলিশের দাবি, গত কয়েক মাসে আইএসআই-এর কাছে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কয়েকশ’ নথি পাচার করেছে ওই দুই জওয়ান। আর্থিক সুবিধার বিনিময়ে এই কাজে রাজি হয়েছিল হরপ্রীত সিং। পরে বন্ধু গুরভেজ সিংকেও এই গুপ্তচরবৃত্তিতে নিয়ে আসে।

সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গুরভেজ সিং কারগিলের ১২১ পদাতিক ব্রিগেড সদর দফতরে একজন ক্লার্ক হিসেবে কর্মরত ছিল। দাফতরিক কাজের সুবাদে সেনাবাহিনী সম্পর্কিত কৌশলগত ও টেকনিক্যাল তথ্য থাকার নথির জায়গায় প্রবেশাধিকার ছিল তার। গুরভেজ ভারতীয় সেনাবাহিনীর ৯০০-এরও বেশি নথির ছবি মাদক পাচারকারীদের মাধ্যমে আইএসআইকে পাঠিয়েছে বলে জানা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ