আন্তর্জাতিক ডেস্ক: ব্যক্তিগত যে কোনো কাজে রাষ্ট্রীয় প্রটোকল না নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, এখন থেকে ব্যক্তিগত কাজে কোনো ধরনের রাষ্ট্রীয় প্রটোকল ও নিরাপত্তা ব্যবহার করবেন না। কারণ এতে জনগণের সমস্যা হয় এবং দেশের কোষাগারের ওপর চাপ বাড়ে।
বৃহস্পতিবার (৮ জুলাই) এক টুইট বার্তায় তিনি এ ঘোষণা দেন।
টুইটার পোস্টে ইমরান খান আরও জানান, দেশের সকল মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং গভর্নরদের প্রটোকল ও নিরাপত্তা নিয়েও পর্যালোচনা করা হচ্ছে।
মূলত সরকারের খরচ কমাতেই তিনি এমনটা করছেন বলে দাবি সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিস্তারিত সিদ্ধান্ত জানাবে ইমরান খানের মন্ত্রিসভা।
এনটি