রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৯২ জন।

এর আগে বুধবার দেশটিতে করোনাক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৭৩৩ জন। এর আগে মঙ্গলবার সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে কম ৩৪ হাজার ৭০৩ জন করোনাক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে টানা দুদিন ৪০ হাজারের বেশি মানুষ করোনাক্রান্ত হলেন দেশটিতে।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ পাঁচ হাজার ২৮ জনের।

এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি সাত লাখ মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ