রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


মার্কিন-আফগান নিরাপত্তা চুক্তি ছিল ধোঁকা: আফগান সংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন-আফগান দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি আসলে আমেরিকার একটি ধোঁকা ছিল বলে মন্তব্য করেছেন মার্কিনপন্থী আফগান সংসদ সদস্য মুহাম্মাদ সিদ্দীক।

গতকাল বুধবার আফগানিস্তানের সংসদে এমন মন্তব্যই করেন ওই এমপি। তিনি বলেন, মার্কিন-আফগান দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি আসলে আমেরিকার একটি ধোঁকা ছিল। এভাবে তাদের চলে যাওয়াটা আসলে একটি দায়িত্বজ্ঞানহীন কাজ। আমরা তাদের কাছে মোটেও তা আশা করিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানের সঙ্গে ওই নিরাপত্তা চুক্তি করেছিল। গত শুক্রবার মধ্যরাতে আমেরিকান সৈন্যরা আফগানিস্তানের বাগরামে তাদের গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে।

রাতের অন্ধকারে মার্কিনপন্থী আফগান সরকারের বাহিনীকে কিছু না জানিয়েই তারা চলে গেছে বলে জানান ওই ঘাঁটির নতুন কমান্ডার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি।

তিনি বলেন, আমেরিকানরা শুক্রবার রাত ৩টার সময় সেখান থেকে চলে যায়। আফগান সামরিক বাহিনী এর কয়েক ঘণ্টা পর তা জানতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ