রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরুদ্ধে ট্রাম্পের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির ওপর তোপ দাগতে শুরু করেছেন।

বিবিসি জানায়, ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, টুইটার, সার্চ জায়ান্ট গুগল ও এই প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি মিয়ামির ফেডারেল কোর্টে মামলা করেছেন।

বিবিসি জানায়, ট্রাম্প দাবি করেছেন যাদের বিরুদ্ধে মামলা করেছেন তিনি তাদের সেন্সরশিপের শিকার।

বুধবার ট্রাম্প মামলার করার কথা জানিয়ে বলেন, 'বাকস্বাধীনতার পক্ষে এক চমৎকার অগ্রগতী। '

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ব্যাডমিনস্টারে নিজস্ব গলফ রিসোর্ট এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সোশাল মিডিয়া কোম্পানিগুলো এবং ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

এ সময় তিনি বলেন, “আমরা দাবি জানাচ্ছি যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছায়া-নিষিদ্ধের বিষয়গুলো শেষ হোক।”

তিনি আরো জানান, অবৈধ সেন্সরশীপের অবসান ঘটানোর জন্য ইতোমধ্যেই কোর্টের আদেশ চাওয়া হয়েছে। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্ত নিয়ে সোশাল মিডিয়া কোম্পানিগুলো এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ