রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


ভারতে একদিনে মৃত্যু আবারও হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতজুড়ে করোনা ভাইরাসে মৃত্যুর দৈনিক সংখ্যা জুলাইয়ের প্রথম দিনের পর আবারও হাজার ছাড়ালো। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। আর সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমলেও সেটা সাড়ে ৪ লাখের বেশি রয়েছে।

শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ২০৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে ৭৩৮ জন মারা গেছেন।

১ জুলাইয়ের পর থেকে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের নীচে ছিল। তবে গত ২৪ ঘণ্টায় আবারও তা ঊর্ধ্বমুখী হলো। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত দেশের ৪ লাখ ৭ হাজার ১৪৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। খবর আনন্দবাজার পত্রিকার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে কমেছে। গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৭৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে দৈনিক সংক্রমণ আগের থেকে কমলেও সক্রিয় রোগীর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। ভারতজুড়ে বর্তমানে ৪ লাখ ৫৫ হাজার ৩৩ জন করোনায় আক্রান্ত।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের মধ্যে শীর্ষে রয়েছে কেরালা। এই সময়ের মধ্যে রাজ্যে ১৩ হাজার ৫৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, মহারাষ্ট্রে আরও ৮ হাজার ৯৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ফের ৩ হাজারের বেশি করে দৈনিক সংক্রমণ ধরা পড়েছে।

ভারতে এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৭১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ