বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই

দুই ডোজ টিকা নিয়েও করোনায় মৃত্যু হাসপাতাল কর্মীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাড়ে তিন মাস আগে টিকার দুই ডোজ নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন ডেডিকেটেড কভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মো. সিরাজ (৪১) উপজেলার চরলরেন্স এলাকার কালা মিয়ার ছেলে। স্বাস্থ্য কমপ্লেপে তিনি কর্মরত ছিলেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১০ জুলাই অফিস সহায়ক (এমএলএসএস) সিরাজ জ্বরে আক্রান্ত হন। এর পাঁচ দিন পর ১৬ জুলাই তার নমুনা পরীক্ষা করানো হলে করোনা নেগেটিভ আসে। তবে শ্বাসকষ্ট থাকায় সিটিস্ক্যান করানো হলে তার ফুসফুসে ৯০ ভাগ সংক্রমণ ধরা পড়ে।

যে কারণে চিকিৎসকরা তার করোনা হয়েছে বলে নিশ্চিত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান। তবে ভর্তির পর তার অপিজেন স্যাচুরেশন দ্রুত কমতে থাকায় ১৭ জুলাই তাকে ডিএনসিসি ডেডিকেটেড কভিড হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

সূত্র আরও জানায়, গত ৭ ফেব্রুয়ারি সিরাজ করোনার টিকার প্রথম ডোজ এবং ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, সিরাজ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সৎ ও পরিশ্রমী কর্মচারী ছিলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত সবাই টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন। টিকা নেওয়ার পর এখানে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ