বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই

হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ৩০ জনকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলিতে লকডাউনের মাঝেও ক্লাবে বসে টিভি দেখাসহ স্বাস্থ্যবিধি না মানায় ও বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা করায় ৩০জনকে ১০ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলির বোয়ালদাড় বাজার, জাংগই ও রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই জরিমানা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে, তাই সংক্রামন রোধে ১৪দিনের লকডাউন চলছে। লকডাউনে সরকারি যেসব নির্দেশনা রয়েছে সেগুলো প্রতিপালনে বিজিবি ও পুলিশের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরপরের মানুষজন ঘর থেকে বাহির হচ্ছেন, স্বাস্থ্যবিধি না মেনে ও বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা করছেন। এমন অপরাধে ৩০জনকে ১০ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ১৫জনকে একটি ক্লাব থেকে পাওয়া যায়, যারা দাবী করেন তারা টিভিতে খেলা দেখছিলেন। কিন্তু সেখানে বিপুল পরিমান তাস ও জুয়া খেলার নমুনা স্বরুপ স্কোর লেখার খাতা পাওয়া যায়।

এসময় ক্লাবটিকে তালাবদ্ধ করে দেওয়া হয় ও সরকারি নির্দেশনা অমান্য করে লোক সমাগম করায় প্রত্যেককে অর্থদন্ড করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ