বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

কবর থেকে লাশ চুরির সময় হাতেনাতে আটক যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে লাশের কঙ্কাল চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নাম মো. জাকির হোসেন (৩৫)।

মঙ্গলবার (১০ আগস্ট) ভোরে উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের বাসিন্দারা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লোহাজুড়ি গ্রামের মো. কাশেম আলীর ছেলে। জাকির গাজীপুরের ওমেগা সোয়েটার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। এ জন্য তিনি চন্নাপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

জাকিরকে আটকের সময় তার সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে গেছেন। জাকিরের দেওয়া তথ্য মতে, পালিয়ে যাওয়া অপর দুজন হলেন- মো. রাজন ও মো. মজনু। তারা তিনজন একই বাড়িতে ভাড়া থাকতেন।

৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাবিবুল্লাহ বলেন, গ্রামের গনি হাজির বাড়ির পারিবারিক গোরস্থান থেকে ভোরে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। ভোর ৪টার দিকে স্থানীয় নাজমুল ও রবি নামের দুই ব্যক্তি বাড়ির বাইরে বের হন। তারা অপরিচিত তিন ব্যক্তিকে কবরস্থানের পাশে বস্তা হাতে দেখতে পান। পরিচয় জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দুজন দৌড়ে পালিয়ে যান। এ সময় জাকিরকে ধরে ফেলেন। পরে তার কাছে থাকা একটি বস্তার ভেতর থেকে দুটি কঙ্কাল খুঁজে পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাকিরকে আটক করে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, কঙ্কাল চুরির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ