বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


গত হিজরি বছরে মসজিদুল হারামে ১৮ মিলিয়ন জমজমের পানি বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওরম দামির।।

সৌদি আরবের পবিত্র মসজিদের ব্যবস্থাপনা কমিটি জানিয়েছেন, গত হিজরি বছরে মসজিদুল হারামে আগত ইবাদতকারীদের মাঝে ১৮ মিলিয়ন জমজম পানির বোতল বিতরণ করা হয়েছে।

আজেল ওয়েবসাইট-এর তথ্য মতে ব্যবস্থাপনা কমিটি নিজেদের টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘১৫ টি গাড়ি মাধ্যমে ১০ মিলিয়ন লিটার জমজমের পানি মসজিদুল হারাম হারামে আগতদের মাঝে বিতরণ করা হয়েছে। এ কাজে ১ হাজার কর্মী নিয়োজিত ছিলেন।

এছাড়াও এ কাজে ৬৪ টি স্মার্ট যান ও ২০০ টি ব্যাগ ব্যবহার করা হয়েছে  বলে জানান ব্যবস্থাপনা কমিটি ।

জমজমের পানির যত বরকত

ব্যবস্থাপনা কমিটির বক্তব্য অনুযায়ী তাওয়াফ প্রাঙ্গণ, সাফা মারওয়ার মাঝখানে সায়ীর এলাকা, জানাযা নামাজের স্থান, প্রথম তলা, বিশেষ করে বাদশা ফাহাদ এবং বাদশা আবদুল্লাহ সম্প্রসারিত এলাকা, ইলেকট্রিক সিঁড়ি ও  প্রবেশ পথগুলোতে এবাদত আদায়কারীদের বিনামূল্যে জমজমের পানি বিতরণ করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ