বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল ‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’ আস-সুন্নাহয় সাবলম্বী খোকন মিয়া জাকাতদাতা হয়ে উঠতে চান মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আ. লীগের সঙ্গে নয়: টুকু

চট্টগ্রামে ইপিজেড শ্রমিকদের করোনার টিকাদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবশেষে চট্টগ্রাম ইপিজেডের ১৫১টি প্রতিষ্ঠানের ২ লাখ শ্রমিককে করোনা টিকা প্রয়োগ শুরু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে এ কার্যক্রম শুরু হয়।

ইপিজেড মেডিকেল সেন্টারের পাশাপাশি কারখানাগুলোতে বুথ তৈরি করে এ টিকা প্রয়োগ করছেন স্বাস্থ্যকর্মীরা।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে করোনার টিকা প্রয়োগ শুরু হলে তোড়জোড় হয় ইপিজেড শ্রমিকদের এর আওতায় নিয়ে আসার। শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে শনিবার (২৮ আগস্ট) সকাল থেকে টিকা প্রয়োগ শুরু হয়।

এ বিষয়ে চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক মসিউদ্দিন বিন মেজবাহ বলেন, মূলত চট্টগ্রাম ইপিজেডের ১৫১টি কারখানার ২ লাখ শ্রমিককে করোনা টিকার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, গত ১ আগস্ট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনকে ইপিজেডের শ্রমিকদের করোনার টিকা প্রদানে অগ্রাধিকার দিয়ে ইপিজেড হাসপাতালকে টিকাকেন্দ্র হিসেবে রূপান্তরের দাবি জানিয়েছিলাম আমরা। সেই প্রক্রিয়া এখনো চলমান। তবে আজ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে দুই ইপিজেডকে উপকেন্দ্র হিসেবে ব্যবহার করে শ্রমিকদের টিকা প্রদান শুরু হলো। শ্রমিকদের চীন থেকে আনা সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

মসিউদ্দিন বিন মেজবাহ বলেন, আমরা অনেক দিন ধরেই চাচ্ছিলাম উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক ও দেশের অর্থনীতির স্বার্থে শ্রমিকদের যেন টিকার আওতায় আনা হয়।

এ সময় ইপিজেডের অন্যতম শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, আমাদের এখানে ৩০ হাজার কর্মী বাহিনী রয়েছে। তাদের সবাইকে টিকার আওতায় আনা হবে।

এদিকে নিজ কারখানায় বসে, কোনো রকম জটিলতায় না গিয়ে, অনেকটা ভোগান্তি এড়িয়ে করোনার ভ্যাকসিন নিতে পেরে কারখানার শ্রমিকরাও উচ্ছ্বসিত। চট্টগ্রাম এবং কর্ণফুলী ইপিজেডের ৫ হাজার শ্রমিককে টিকা দেওয়া হয়েছে। দেশে এ ধরনের ইপিজেড রয়েছে ৮টি।

এর আগে গত ১৮ জুলাই থেকে নিবন্ধন ছাড়াই জাতীয় পরিচয়পত্র দিয়ে পোশাক শ্রমিকদের টিকাদান কার্যক্রম শুরু হয়। সব মিলিয়ে ২৫ লাখ শ্রমিককে ভ্যাকসিনেশনের আওতায় আনার পরিকল্পনা করে সরকার। প্রথমে গাজীপুর মহানগরের তুসুকা ডেনিম, তুসুকা ট্রাউজার, স্প্যারো এপারেলস ও রোজভ্যালী নামের চারটি পোশাক কারখানার শ্রমিকরা পায় করোনার টিকা।

পরে বাকি কারখানার শ্রমিকদেরও ভ্যাকসিনেশনের আওতায় আনা শুরু হয়। এরপর শনিবার (২৮ আগস্ট) চট্টগ্রামে পোশাক শ্রমিকদের মধ্যে টিকা প্রয়োগ শরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ