বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


রোববার হেফাজতের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (২৯ আগস্ট)।

রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় বিকাল ৩ টায় হেফাজতের নতুন আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহবানে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে চলমান হেফাজতের মামলায় কারাবন্দি নেতাদের মুক্তি ও নেতৃত্বশূণ্যতার বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে বলে সূত্র জানিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সূত্রটি আরও জানিয়েছে,  হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালের পর সংকটে পড়েছে হেফাজত। তাছাড়া প্রভাবশালী অনেক নেতা কারাবন্দী ও মামলায় বিপর্যস্ত হওয়ায় বেশ চাপেই আছে সংগঠনটি।

তবে সকল সংকট কাটিয়ে নতুন কর্মসূচি ঠিক করতেই আগামীকাল মজলিসে শূরার এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে হেফাজত সূত্রে জানা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ