বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল ‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’ আস-সুন্নাহয় সাবলম্বী খোকন মিয়া জাকাতদাতা হয়ে উঠতে চান মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস

বাকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচির ‍উদ্বোধন করলেন মসিক মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মুহা. ইকরামুল হক টিটু।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার (৩১আগস্ট) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয় টিএসসির পেছনের আঙ্গিনায় উদ্বোধনী অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে নিয়ে দেশের প্রতিটি মানুষ গর্ব করে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সবুজ নিয়ে কাজ করে, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করে। এমন একটি প্রতিষ্ঠানের বৃক্ষ রোপন কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের যে আহবান তা মানুষের কাছে আরো পৌঁছে দেবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. লুৎফুল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জায়গায় বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন সে জায়গায় বাংলাদেশকে নিতে আমরা কাজ করে যাচ্ছি।

এ সময় তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে আরো সবুজ এবং সুসজ্জিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

এ অনুষ্ঠানে বৃটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের প্রতিনিধি মুহা. আক্তারুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ