সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বাদশাহ হারুনুর রশীদের প্রতি বাহলুল পাগলের নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের: একবার হযরত বাহলুল রাহিমাহুল্লাহু তাআলার সাথে বাদশাহ হারুনুর রশীদের সাক্ষাত হয়৷ হারুনুর রশীদ তাঁকে উদ্দেশ্য করে বলেন, অনেকদিন যাবত আপনার সাথে সাক্ষাত করার আমার কামনা-বাসনা ছিলো৷ হযরত বাহলুল রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আপনার সাথে দেখা করার তো আগ্রহ আমার মনে কখনো উদয় হয়নি৷

বাদশাহ তার কাছে কিছু নসিহত শোনার আবদার করেন৷ তিনি বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি কী নসিহত করবো৷ তবে এইযে অট্টালিকাগুলো দেখছেন৷ এইযে মহল্লাগুলো৷ সেখানে নামিদামী যারা বসবাস করতো, তাদের বর্তমান ঠিকানা হলো ঐযে দেখা যায় কবরস্থান সেখানে৷ এর চেয়ে বড় কোন আর নসিহত হতে পারে না৷ তাদের চলে যাওয়া জীবন নিয়ে চিন্তা করলে অন্যকোন নসিহতের প্রয়োজন পড়ে না’৷

তারপর বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, ‘হে আমীরুল মুমিনীন! আপনি ভেবেছেন আপনার অবস্থা কেমন ভয়াবহ হবে, যখন আপনাকে বিচার দিনে উলঙ্গ অবস্থায়, নগ্ন পায়ে, পিপাসার্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে৷ ছোট থেকে ছোট বিষয়েও আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে৷ লোকজন চেয়ে চেয়ে আপনাকে দেখবে আর হাসতে থাকবে’৷

এই নসিহত শুনে বাদশাহ কাঁধতে শুরু করে দেন৷ কাঁধতে কাঁধতে হেঁচকি দিতে শুরু করেন৷ ধুকধুক করে কান্না করতে থাকেন৷

হযরত বাহলুল রাহিমাহুল্লাহু তাআলা মুস্তাজাবুদ্দাওয়াহ বুযুর্গ ছিলেন৷ বাদশাহ একবার তার কাছে কিছু হাদিয়া প্রেরণ করেন৷ তিনি সেগুলো ফিরিয়ে দেন৷ এবং বলে দেন, আপনি এগুলো যাদের কাছ থেকে নিয়েছেন, তাদেরকে ফিরিয়ে দেন যেনো হাশরের দিন এই ব্যাপারে আপনার জবাবদিহী করতে না হয়৷ আর সেদিন আপনার কাছে পাওনাদারকে সন্তুষ্ট করার মতো কোন পাথেয়ও থাকবে না৷

বাদশাহ হারুনুর রশীদ এই কথা শুনে কাঁধতে শুরু করেন৷ বাদশাহ হারুনুর রশীদ নিজেও বড় আলেম ছিলেন৷ হাদীস বিশারদ ছিলেন৷ সুবিচারক বাদশাহ ছিলেন৷ সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ