বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল ‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’ আস-সুন্নাহয় সাবলম্বী খোকন মিয়া জাকাতদাতা হয়ে উঠতে চান মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আ. লীগের সঙ্গে নয়: টুকু

আইন অমান্য করে আবর্জনা ফেলায় জরিমানা মসিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

শহরকে পরিচ্ছন্ন রাখতে দিনের বেলায় আবর্জনা ফেললে জরিমানা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। শহরের ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি স্থাপিত সিসি ক্যমেরার ফুটেজ দেখে যারা দিনের বেলা আবর্জনা ফেলেছেন তাদেরকে জরিমানা করা শুরু করেছে মসিক ভ্রাম্যমান আদালত।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আরিফুর রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অপরাধে নতুন বাজার, সি কে ঘোষ রোড এবং ধোপাখোলা মোড় এলাকায় ৬ মামলায় ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করে।

এ প্রসঙ্গে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে মেয়র মুহা. ইকরামুল হক টিটুর নির্দেশে আমরা এ বছর ফেব্রুয়ারি থেকে রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছি। এতে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টার মধ্যে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে বলা হয়েছে। এজন্য মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, নাটিকা এবং সচেতনতা ক্যাম্পেইনের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। তবুও অনেকেই দিনের বেলা আবর্জনা ফেলে শহরকে নোংরা করছিলেন। আজ থেকে আমরা ভিডিও ফুটেজ দেখে অভিযান করছি। এ কার্যক্রম অব্যহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাব্বত আলী, সুপারভাইজার মুহা. রবিউল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মুহা. জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ