আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে ঢাকা যাওয়ার প্রস্তুতিকালে ৬ শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৩ টায় পঞ্চগড় শহরের হানিফ কাউন্টার থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা গোপনে চট্টগ্রামে যাওয়ার জন্য হানিফ কোচ কাউন্টারে উপস্থিত হন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ধাক্কামারা কাউন্টার থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃতরা রোহিঙ্গারা হলো কবির(২১), জোবেয়ার বেগম(২০), মোছা ছুমাইয়া (১), ফয়জুল ইসলাম (৩৯), রেনুয়ারা বেগম(৩০), দিনু ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম(৯), উম্মে হারিস(৬), নজরুল ইসলাম(৪) ও আবু তাহের (২০)।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ৬ শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
এমডব্লিউ/