আওয়ার ইসলাম ডেস্ক: খুলনা শামছুল উলুম খাদেমুল ইসলাম পল্লীমঙ্গল মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মানসূর আহমাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ছাত্র ও দারুর রাশাদ মাদরাসার শিক্ষক মুফতি ইবরাহীম জামিল আওয়ার ইসলামকে জানান, শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়ে রেখে যান।
মুফতি ইবরাহীম জামিল আরো জানান, ২ সেপ্টেম্বর ব্রেন স্টোক করায় তাকে খুলনার ময়লাপোতার ডক্টরস পয়েন্ট নেয়া হয়। সেখান থেকে সোনাডাঙ্গার আড়াইশো বেড নেয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়বেটিস, কিডনি, ক্যানসারে ভুগছিলেন।
আজ আসরের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন খুলনার প্রবীন আলেম মাওলানা রফিকুর রহমান।
খুলনা অঞ্চলের প্রথিতযশা উলামায়ে কেরামের উস্তাদ। তিনি হুফ্ফাজের খুলনা বিভাগীয় সভাপতি ছিলেন।
-এএ