সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

দেশের ১৩টি জেলা বন্যা কবলিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ১৩টি জেলা এ পর্যন্ত বন্যাকবলিত হয়েছে। এসব জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি ও দুর্ভোগের শিকার।

পদ্মা, যমুনা, তিস্তাসহ বড় নদ-নদীর পানি এখনো বাড়ছে। ৯টি নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। ৪ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বড় নদীগুলোর। ৯টি নদীর ২১টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দি হয়ে আছে ১৩টি জেলার লাখো মানুষ।

টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী, ও ঝিনাই নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন উপজেলার রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যহত হচ্ছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের অভাব।

জামলপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৫৯ সেন্টিমিটার দিয়ে বইছে। সড়ক ডুবে ও ব্রিজ-কালভার্ট ভেঙ্গে যাওয়ায় বিঘিœত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ।

গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার এবং শহরের ব্রিজরোড পয়েন্টে ঘাঘট নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে চৌহালী ও শাহজাদপুরের নদী পারের মানুষজন।

ফরিদপুরে পদ্মার পানি বেড়ে তলিয়ে গেছে নর্থ চ্যানেল ও ডিক্রীরচর ইউনিয়নের বেশ কয়েকটি সড়ক ।

মানিকগঞ্জে যমুনায় আরিচা পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি বন্দি হয়ে পড়েছে চরাঞ্চলের কয়েক হাজার মানুষ। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে পদ্মা- যমুনা নদীর চরাঞ্চলে হাজার হাজার মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ