আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষ্মীপুরের ছাত্র ও যুব সমাজ নিয়ে গঠিত ‘আলোর দিশারী ফাউন্ডেশন’ এর উদ্যোগে আমীরে হেফাজত শাইখুল হাদীস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লক্ষ্মীপুরের রায়পুর মারকাযুল উলূম মাদরাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ ইউসুফ ও সাধারন সম্পাদক মুফতি মিসবাহ নূরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মাওলানা কাউসার আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর লুধুয়া মাদরাসার শাইখুল হাদীস ও ইত্তেফাকুল উম্মাহ পরিষদ রায়পুরের সভাপতি আল্লামা নুরুল আমীন কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নুরুল আমীন কাসেমী বলেন, ‘আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ছিলেন শাইখুল হিন্দ হুসাইন আহমাদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি ও কাসেম নানুতুবীর যোগ্য উত্তরসূরী। আমরা যদি তার আদর্শ লালন করতে পারি তবেই তার জায়গা পূর্ণ করা সম্ভব হবে।
মিফতাহুল উলুম মাদরাসার মুহতামীম মাওলানা আবু বকর বলেন, আল্লামা বাবুনগরী ছিলেন একজন সরল বিনয়ী ও উম্মতের দরদী রাহবার। মুফতি আবদুল্লাহ বলেন, আল্লামা বাবুনগরী রহ. ছিলেন বহু গুণের অধিকারী, তার ইন্তেকালে জাতি এক যোগ্য নেতাকে হারিয়েছে।
সংগঠনের কার্যক্রম ও আল্লামা বাবুনগরী রহ. এর সপ্নে আঁকা কওমী অঙ্গনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক মুফতি মুহাম্মদ আরাফাত।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আল্লামা বাবুনগরীর ইন্তেকালে আমরা একজন মুরুব্বী অভিভাবককে হারিয়েছি। আল্লামা বাবুনগরী ছিলেন আমৃত্যু আপোষহীন। তিনি দীন ও ইসলামের বিষয়ে নিজের আদর্শ বিকিয়ে কারো কাছে মাথা নত করেননি। তিনি ছিলেন একাধারে যোগ্য মুদাররিস, মুহাদ্দিস, মুসান্নিফ, মুবাল্লিগ, মুজাহিদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মাদরাসায়ে ফারুকিয়ার মুহতামিম মাওলানা আবদুল মুকতাদির, মাদরাসাতুত দাওয়াহর মুহতামিম মুফতি নুরুদ্দীন, ইসলামী আন্দোলন রায়পুর শাখার সেক্রেটারি মুহতারাম হেলালুদ্দীন, মাওলানা আবদুর করীম, লক্ষ্মীপুর লামচরী মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ।
উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মাওলানা ডা. মাহফুজুর রহমান, মাওলানা ইবরাহীম, মাওলানা ইমরান আকরামী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রব, প্রচার সম্পাদক মাওলানা নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ইয়াসিন আজহারী, মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা রেজা আহমাদ, মাওলানা মিজানুর রহমান, হাফেজ ইয়াছিন, হাফেজ এমদাদুর রহমান, মাওলানা ইসমাইল আনোয়ারীসহ জেলার শীর্ষ আলেমগণ।
অনুষ্ঠান শেষে আল্লামা জুনাইদ বাবুনগরী রহ. এর দারাজাত বলুন্দী, কারাবন্দী আলেমদের মুক্তি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করেন মাওলানা নূরুল আমীন কাসেমী।
এমডব্লিউ/