আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীর পরশুরামে এক প্রবাসীর স্ত্রীকে সাপ দিয়ে পৈশাচিক কায়দায় নির্যাতনের পর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
তার বোন জানান, রবিবার সকালে মা-সহ তিনি ট্রাংক রোডের সচেতন নাগরিক সমাজের আয়োজনে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে খবর পান বাড়িতে তার বোনকে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। অ্যাসিডে তার চোখ-মুখ ও হাত ঝলসে গেছে।
নির্যাতনে বাক্শক্তি হ্রাস পাওয়া গৃহবধূ জানিয়েছেন, নিলক্ষ্মী শ্রীপুর এলাকার বাসিন্দা তারেক ও মিনার এ ঘটনা ঘটিয়েছে। তারেক সম্পর্কে তার স্বামী লিখন আহমেদের ফুপাতো ভাই ও মিনার তার ভাগনে।
অভিযুক্ত তারেক ও মিনারকে ফুলগাজির আটক করেছে পুলিশ। পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী খবর পেয়ে তাকে দেখতে ফেনী জেনারেল হাসপাতালে ছুটে যান।
এনটি